বাংলাদেশে জাতি হত্যা ও নারকীয় অত্যাচারের বিরুদ্ধে চেক সরকারের অসন্তোষ প্রকাশ
বােম্বাই, ৭ জুলাই-চেকোশ্লোভাক সরকার বাঙলাদেশে ইয়াহিয়ার জাতি-হত্যা ও নারকীয় অত্যাচারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে।
ইউ এন আই জানাচ্ছে যে ভারতস্থ চেকোশ্লোভাক রাষ্ট্রদূত রিচার্ড ভােরাক আজ স্বদেশ থেকে এখানে প্রত্যাবর্তন করে বলেন যে বাঙলা দেশের ঘটনায় চেক সরকার অসন্তষ্ট। চেক সরকার এবং জনগণ বাঙলা দেশ সমস্যার শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধান চায়।
তিনি বাঙলা দেশ থেকে শরণার্থীদের জন্য মহারাষ্ট্র রেড ক্রশ সােসাইটির হাতে ওষুধ, কম্বল, জামাকাপড় ও তাবু প্রদান করেন। এই সাহায্যে চেকোশ্লোভাক রেডক্রশ থেকে পাঠানাে হয়েছে।
সূত্র: কালান্তর, ৮.৭.১৯৭১