হােসেন আলির মুক্তির জন্য প্রভাব খাটানাের আবেদন
নয়াদিল্লী, ১১ নভেম্বর (ইউ এন-আই) – পাকিস্তান হাইকমিশনে অবরুদ্ধ বাঙালী কর্মী হুসেন আলি ও তার পরিবারের মুক্তির জন্য প্রভাব প্রয়ােগ করতে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন দূতাবাসের কাছে আজ আবেদন করা হয়েছে।
এক পত্রে এখানকার বাঙলাদেশ মিশন সদস্য কে এম সাহাবুদ্দিন বিভিন্ন দূতাবাসের কূটনেতিক অধিকর্তাদের কাছে পশ্চিম পাকিস্তানী হাই কমিশনারের উপর চাপ সৃষ্টি করার আবেদন জানিয়েছেন।
মিঃ সাহাবুদ্দিন অভিযোেগ করেন যে, পাক হাই কমিশনের গােয়েন্দা বিভাগের প্রধানের ব্যক্তিগত সচিব হুসেন আলির স্মরণ শক্তি নষ্ট করে দেওয়ার জন্য পশ্চিম পাকিস্তানীরা চেষ্টা চালাচ্ছে বলে রিপাের্ট পাওয়া গেছে।
সূত্র: কালান্তর, ১২.১১.১৯৭১