You dont have javascript enabled! Please enable it! 1971.09.29 | বাঙলাদেশ পরিস্থিতি গুরুতর ও শােচনীয়ঃ ইরাকের কমিউনিস্ট ও বাথ নেতাদের মন্তব্য | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ পরিস্থিতি গুরুতর ও শােচনীয়ঃ
ইরাকের কমিউনিস্ট ও বাথ নেতাদের মন্তব্য

নয়াদিল্লী, ২৮ সেপ্টেম্বর (ইউ এন আই) – বিভিন্ন শরণার্থী শিবিরে সফর করে এবং বাঙলাদেশের নেতৃবৃন্ধের সঙ্গে বিস্তারিত আলাপ-আলােচনার পর ইরাকের কমিউনিস্ট পার্টি নেতা ড. রহিম আজানিয়া এবং বাথ পার্টি নেতা মুজিজ আল-খাতিব এখানে বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলির কর্তব্য বাঙলাদেশে গণতান্ত্রিক, ন্যায়পূর্ণ ও মানবিক পরিবেশ সৃষ্টির ব্যবস্থা করা।
তারা দশদিন ধরে এদেশে ও বাঙলাদেশে সফর করেছেন। তারা বলেছেন, বাঙলাদেশ-পরিস্থিতি খুবই গুরুতর এবং শােচনীয়।
শরণার্থী-সমস্যাটি একটি আন্তর্জাতিক সমস্যা এবং কাজেই তারা যাতে পূর্ববঙ্গে ফিরে যেতে পারে সেজন্য সেখানে অনুকূল পরিবেশ গড়ে তােলা দরকার।
ইরাকী নেতারা বলেছেন, শরণার্থীদের সঙ্গে আলােচনাকালে তারা লক্ষ্য করেছেন, শান্তি ফিরে এলে শরণার্থীরা দেশে ফিরে যেতে রাজী।
তাঁরা এটাও লক্ষ্য করেছেন, পূর্ণ স্বাধীনতার চেয়ে কম কোন শর্তে আপস করতে বাঙলাদেশ নেতারা নারাজ।
বাঙলাদেশের এই শশাচনীয় পরিস্থিতি শান্তিকামী সমস্ত প্রগতিশীল শক্তি ও আন্তর্জাতিক সংস্থার উদ্বেগের কারণ বলেও তারা মনে করেন।

সূত্র: কালান্তর, ২৯.৯.১৯৭১