বাঙলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র – কামরুজ্জামান
(নিজস্ব প্রতিনিধি)
মুজিবনগর, ১১ নভেম্বর- আজ বাঙলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী এ এইচ এম কামরুজ্জামান বাঙলাদেশ সরকারের নীতি পূর্নঘােষণা করে বলেন, পাকিস্তানের কাঠামাের মধ্যে বাংলাদেশ সমস্যার সমাধানের কোনও প্রশ্নই ওঠে না। তিনি বলেন, বাঙলাদেশ আজ এক বাস্তব সত্য এবং “সেদিন খুব দূরে নেই, যে দিন বাঙলাদেশে এক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে মােল্লাতন্ত্রের সবরকম প্রভাব নির্মূল করা হবে এবং ধর্মের নামে যে সব সুবিধাভােগী শ্ৰেণী আছে, তাদের উচ্ছেদ করা হবে।
তিনি জানান, পূর্ণ স্বাধীনতা অর্জনের পর বাঙলাদেশ সরকারের প্রথম কর্তব্য হবে ভারত থেকে প্রতিটি শরণার্থীকে সসম্মানে ফিরিয়ে এনে নিজ নিজ বাসভূমিতে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং জনসাধারণের অলঙ্ঘনীয় অধিকার সমুহের প্রতিষ্ঠা করা।
পররাষ্ট্রীয় ক্ষেত্রে বাংলাদেশ ভারতের সঙ্গে মৈত্রী চিরস্থায়ী করার উপযুক্ত কর্মনীতি অবলম্বন করবে এবং যেসব দেশ ভারতের বন্ধু বলে বিবেচিত ও স্বীকৃতি, সেই সব দেশকে বাঙলাদেশ সরকারও মিত্র রাষ্ট্র বলে মনে করে। স্বরাষ্ট্রমন্ত্রী আরাে বলেন, পৃথিবীর সমস্ত মানুষের শােষণ থেকে মুক্তি ও বন্ধন-মুক্তির ক্ষেত্রে সােভিয়েত ইউনিয়নের অবদান অনস্বীকার্য। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সােভিয়েত ইউনিয়নের কর্মনীতির প্রতি লক্ষ্য রেখেই আমরা সােভিয়েত ইউনিয়নকে আমাদের বন্ধু রাষ্ট্র বলে মনে করি এবং সে বন্ধুত্বকে অক্ষুন্ন রাখতে চাই।
ভারত-সােভিয়েত শান্তি মৈত্রী ও সহযােগিতার চুক্তিকে “বিশ্বশান্তি প্রতিষ্ঠিায় এক দৃঢ় পদক্ষেপ” বলে অভিহিত করে তিনি বলেন, এই মৈত্রী চুক্তিকে বাঙলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার দৃষ্টিতে দেখে এবং দেখবে।
পৃথিবীর যে সব মানুষ বাঙলাদেশের সমর্থনে এগিয়ে এসেছেন তাঁদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাকী যারা এগিয়ে আসবার পথে, তাঁরা আরাে দ্রুত এগিয়ে আসুন, যাঁরা দ্বিধাগ্রস্ত, তারাও দ্রুত সিদ্ধান্ত নিন, তাঁদের কাছে বাঙলাদেশের মানুষের এটাই আবেদন।
ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে যুদ্ধ চক্রান্ত চালাচ্ছে, সে বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু গােলাগুলি বর্ষণ করে নয়, বিপুল সংখ্যক শরণার্থী পাঠিয়ে পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে কার্যত যে অর্থনেতিক অবরােধ ও নগ্ন আক্রমণ চালাচ্ছে। তার সামনে ভারত সরকার অতুলনীয় ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছেন। পৃথিবীর আর কোনও রাষ্ট্র এহেন উৎপাত এমন ধৈর্য ধরে সহ্য করত না।
সূত্র: কালান্তর, ১২.১১.১৯৭১