বিশ্বজনমত বাঙলাদেশে গণহত্যা সম্পর্কে সচেতন
-মৈনুল হক চৌধুরী
গােরক্ষপুর, ২ অক্টোবর (ইউ এন আই) – “পাকিস্তানী সরকার বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষকে ভারতে আশ্রয় নিতে বাধ্য করেছে বিশ্ব জনমত আজ সে সম্পর্কে সচেতন।” উত্তর প্রদেশে বাংলাদেশ এবং জাতীয় সংহতি’র উপর অনুষ্ঠিত ২ দিনব্যাপী এক সম্মেলনের উদ্বোধন প্রসঙ্গে কেন্দ্রীয় শিল্প উন্নয়ন মন্ত্রী শ্রী মৈনুল হক চৌধুরী উপরােক্ত মর্মে এক ভাষণ দেন।
গােরক্ষপুরে সংখ্যালঘু বন্ধুদের উদ্যোগে এই সম্মেলন সংগঠিত হয়।
শরণার্থীদের স্বদেশে ফিরে যাওয়ার পথে ভারত প্রতিবন্ধকতার সৃষ্টি করছে বলে পাকিস্তানী অপপ্রচারের জবাবে শ্রী চৌধুরী বলেন যে বাঙলাদেশে শরণার্থীদের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারত শরণার্থীদের ঠেলে দিতে পারে না।
পাকিস্তান সরকারের পুনঃ পুনঃ যুদ্ধের হুমকীর কথা উল্লেখ করে শ্রীচৌধুরী জনগণকে পাকিস্তানের চ্যালেঞ্জ মােকাবিলার জন্য আহ্বান জানান। শ্ৰীচৌধুরী আরও বলেন যে ভারত সর্বদাই শান্তিপূর্ণ এবং পাকিস্তান সহ সমস্ত দেশের সঙ্গে মৈত্রী সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। কিন্তু পাকিস্তান যদি আক্রমণাত্মক পথ গ্রহণ করে তবে ভারত তার উপযুক্ত জবাব দেবে।
শ্রী চৌধুরী বলেনসম্প্রতি প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সােভিয়েত ইউনিয়ন ও বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী সফর বাংলাদেশ সমস্যা সম্পর্কে ভারতের ভূমিকার সঠিক মূল্যায়ন করতে সাহায্য করবে।
সূত্র: কালান্তর, ৪.১০.১৯৭১