২৫ মার্চের অনুরূপ ঢাকায় আবার গণ-হত্যা
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১৯ নভেম্বর- গত পরশু ঢাকায় পাক সামরিকচক্র কার্ফ জারী করে ২৫ মার্চ এর ঢং-এ আর একদফা ব্যাপক গণহত্যা চালিয়েছে। বাঙলাদেশ সরকারের সূত্রে এই সংবাদ এখানে পাওয়া গেল।
ঢাকায় পাঁচটি থানাই সেনাবাহিনীর একজন করে বিগ্রেডিয়ারের হাতে তুলে দিয়ে সুপরিকল্পিতভাবে এই হত্যা অভিযান চালানাে হয়েছে।
জানা গেল, ট্রাক বােঝাই পাক সৈন্য ঢাকা ও নারায়ণগঞ্জের বাড়ি বাড়ি হানা দিয়ে প্রায় ১ হাজার মানুষ খুন করেছে এবং আরাে বহু সহস্র মানুষকে বন্দী করে তাদের উপরে বীভৎস অত্যাচার চালিয়েছে।
পাক ফৌজের এই ক্ষিপ্ত আক্রমণের পিছনে অবশ্য মুক্তি বাহিনীর হাতে ক্রমবর্ধমান আক্রমণে বিপর্যস্ত মরীয়া মনােভাবেরও পরিচয় মেলে। মুক্তিবাহিনীর মার খেয়ে সাধারণ মানুষ হত্যা করে পাক ফৌজ এইভাবে প্রতিহিংসা চরিতার্থ করছে।
সূত্র: কালান্তর, ২০.১১.১৯৭১