You dont have javascript enabled! Please enable it! 1971.04.06 | স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের ঘােষণা ও নির্দেশ নং-১ | কালান্তর - সংগ্রামের নোটবুক

স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের ঘােষণা ও নির্দেশ নং-১

(দিনাজপুর শহর মুক্ত হওয়ার পরই সংগ্রাম পরিষদের পক্ষে এই নির্দেশনামাটি প্রচার করা হয়। নির্দেশনামাটি সম্পূর্ণ ছাপা হলাে)
বাঙালী- অবাঙ্গালী দেশবাসী ভাইসব,
জাতীয় জীবনের সর্বাপেক্ষা চরম সংকটে আজ আমরা নিমজ্জমান। আজ আমরা স্বাধীনতা যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে প্রতিদিন আমাদের নতুন নতুন বিজয় সূচীত হইতেছে। স্বাধীন বাংলার মুক্তি বাহিনীর হাতে পাকিস্তানী শাসকগােষ্ঠীর সৈন্যবাহিনী বাংলাদেশের সর্বত্র চরমভাবে মার খাইতেছে। অন্যান্য অনেকগুলি জিলাসহ গােটা দিনাজপুর আজ স্বাধীন বাংলার মুক্তি বাহিনীর পূর্ণ আয়ত্বে। কিন্তু চূড়ান্ত বিজয় এখনও বহু দূরে। এই বিজয় লাভ করিতে হইবে একটি দীর্ঘস্থায়ী প্রলম্বিত যুদ্ধের মধ্যে দিয়াই। আর তার জন্য প্রয়ােজন সুচিন্তিত উপায়ে সুশৃংখলভাবে অগ্রসর হওয়া। সর্বসম্মতিক্রমে গঠিত “দিনাজপুর আঞ্চলিক স্বাধীন বাংলা সগ্রাম পরিষদ” তাই নিমােক্ত নির্দেশাবলী পালন করিয়া চলিবার জন্য দেশবাসীকে অনুরােধ জানাইতেছে :
১। অতি সত্বর সহরে ও অন্যান্য সকল স্থানে স্বাভাবিক জীবনযাত্রা ফিরাইয়া আনুন; হাট-বাজার, দোকান-পাট খুলুন। কেনা-চেনা, লেন-দেন, যােগাযােগ ব্যবস্থা চালু করুন। যথাসম্ভব রিকসা, সাইকেল, গাড়ী-ঘােড়া প্রভৃতি যানবাহন পুনরুজ্জীবনের ব্যবস্থা করুন।
২। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বশক্তি দিয়া লুঠতরাজ, বাঙালী অবাঙ্গালী দাঙ্গা, ভুয়া চাঁদা সংগ্রহ বন্ধ করুন। জাতির এই দুর্যোগে প্রতিটি খাদ্যকণা, প্রতিবিন্দু কেরােসিন, পেট্রোল অত্যন্ত মূল্যবান। অপচয় ও লুণ্ঠনের মাধ্যমে ইহা ধ্বংস করা হইবে আমাদের জন্য মৃত্যুর সামিল মুক্তি বাহিনীর রসদ সংগ্রহের পূর্ণ দায়িত্ব সংগ্রাম পরিষদের। এজন্য কোন চাঁদা তুলিতে হইলে নিম্ন স্বাক্ষরকারীগণই তাহা সংগ্রহ করিবেন। ভুয়া পরিচয় দিয়া কেহ যাহাতে খাদ্যদ্রব্য আত্মসাৎ করিতে না পারে-কোন দুষ্কৃতকারী যাহাতে লুঠতরাজ করিয়া জাতীয় সম্পদ ধ্বংস করিতে না পারে তজ্জন্য কড়া দৃষ্টি রাখুন। অবাঙ্গালী জনসাধারণের মধ্যে যাহারা অসৎ, দুষ্ট প্রকৃতির ও শত্রুতামূলক মনােভাবাপন্ন তাহাদেরকেও হত্যা না করিয়া স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের কট্রোল রুম এ আনিয়া মুক্তি বাহিনীর হাতে সােপর্দ করুন। মনে রাখিবেন পশ্চিম পাকিস্তানে অবস্থিত আমাদের কয়েক লক্ষ বাঙ্গালী ভাইদের ফিরাইয়া আনিতে হইলে ভবিষ্যতে বন্দী বিনিময় প্রয়ােজন হবে।
৩। মুক্তি বাহিনীকে সর্বতােপ্রকারে সাহায্য ও সহযােগিতা করুন। শত্রু সৈন্যের অবস্থান সম্পর্কে কোন খবর পাইলে Control Room এ জানান। কিন্তু মনে রাখিবেন ভুল খবর, মিথ্যা রটনা গুজবে আমাদের সর্বনাশ ডাকিয়া আনিবে। বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্রকর্মী ও সর্বস্তরের যুব কর্মীকে কনট্রোল রুম এর সাথে সর্বদা যােগাযােগ রাখিয়া চলিতে অনুরােধ করা হইতেছে।
৪। রিলিফ দ্রব্যাদি ও অন্যান্য সকল প্রকার সাহায্য সামগ্রী মাড়ােয়ারীপট্টিতে বাবু ছগনলাল লােহিয়ার নিকট জমা দিন।
৫। সর্বশেষে কাহারাে কোন বক্তব্য অভিমত জিজ্ঞাসা পরামর্শ থাকিলে কনট্রোল রুম-এর সাথে যােগাযােগ করুন। সকলের সকল মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।। Control Room মুন্সীপাড়া, দিনাজপুর।
স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের পক্ষে
১। অধ্যাপক ইউসুফ আলী
২। হাজী মােহাম্মদ দানেশ
৩। গুরুদাস তালুকদার
৪। এ, এম, আই, জেড, মােঃ ইউসুফ

সূত্র: কালান্তর, ৬.৪.১৯৭১