শ্রী তাজউদ্দিন প্রতিরক্ষা দপ্তরের ভারও নেবেন
শিলং, ১৬ এপ্রিল (ইউ, এন, আই) বাঙলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ নবগঠিত মন্ত্রিসভায় প্রতিরক্ষা দপ্তরের ভারও গ্রহণ করবেন।
স্বাধীন বাঙলা বেতার থেকে গতকাল এই ঘােষণাটি করা হয়। বৈদেশিক দপ্তরটিও শ্রী তাজউদ্দিনের এর হাতে রয়েছে।
সূত্র: কালান্তর, ১৭.৪.১৯৭১