আনুষ্ঠানিকভাবে বাঙলাদেশ’-এর প্রথম কূটনৈতিক মিশনের কাজকর্ম শুরু
কলকাতা, ১৯ এপ্রিল (ইউ-এন-আই)- আজ থেকে ভারতবর্ষে ‘বাঙলাদেশ সরকারের প্রথম কূটনৈতিক মিশন কলকাতাস্থ প্রাক্তন পাক ডেপুটি হাই-কমিশন আনুষ্ঠানিকভাবে কাজকর্ম শুরু করেছে।
প্রাক্তন পাক ডেপুটি হাই-কমিশনের মােট ৯০ জন কর্মচারীর মধ্যে ৩০ জন পশ্চিম পাকিস্তানী ছাড়া আর সবাই কাজে যােগ দেন।
ঐ পশ্চিম পাকিস্তানী কর্মচারীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে পুলিস পক্ষ থেকে জানানাে হয়। তাঁরা এখনও পর্যন্ত দেশে ফিরে যেতে চাননি।
মিশনের প্রধান এম, হােসেন আলী জানান, বাঙলাদেশের’- এর প্রয়ােজন ও আকাঙ্খ অনুযায়ী তিনি মিশনের কাজকর্ম ‘পুনগঠন ও পুনবিন্যাস’-এর চেষ্টা করেছেন।
বাঙলাদেশ’- এর প্রতি তাঁর আনুগত্য প্রকাশের জন্য তাকে অভিনন্দন জানানাের উদ্দেশ্যে আজ বাঙলাদেশ সরকারের কয়েকজন প্রতিনিধি মিশনে এসেছিলেন।
জনাব আলি বলেন, তাঁর ৬০ জন বাঙালী কর্মচারীর সবাই উদ্দীপনার সঙ্গে কাজ করছেন। তাঁরা তাঁদের বেতন হ্রাসেও প্রস্তত। জনাব আলীর ভাষার, “আমাদের অনাড়ম্বরভাবে বাঁচতে হবে, বিলাসিতা আমাদের পােষায় না।”
সূত্র: কালান্তর, ২০.৪.১৯৭১