বাঙলাদেশের প্রধান সেনাপতি মুক্তাঞ্চল পরিদর্শন করবেন
মুজিবনগর, ২২ এপ্রিল- বাঙলাদেশ সরকারের তথ্য এবং জনসংযােগ বিভাগ থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানাে হয়, বাঙলাদেশ প্রজাতন্ত্রের মুক্তিফৌজের কমান্ডার ইন-চি সমস্ত মুক্তাঞ্চলগুলি পরিদর্শন করবেন। ঐ বিজ্ঞপ্তিতে এও জানানাে হয় তিনি বাঙলাদেশের বিভিন্ন অঞ্চলের যুদ্ধাভিযান ব্যক্তিগতভাবে পরিদর্শন করবেন। বাঙলাদেশ সরকারের প্রধান সেনাপতি হলেন মেজর ওসমানি।
সূত্র: কালান্তর, ২৪.৪.১৯৭১