You dont have javascript enabled! Please enable it! 1971.04.27 | বাঙলাদেশ সরকার নিজস্ব রেড-ক্রশ সমিতি গড়ছেন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সরকার নিজস্ব রেড-ক্রশ সমিতি গড়ছেন

বােম্বাই, ২৬ এপ্রিল (ইউ এন) -আন্তর্জাতিক রেড ক্রশ সােসাইটিকে বাঙলাদেশে প্রবেশের অনুমতি না দিয়ে পাক-সরকার ফিরিয়ে দেওয়ায় বাঙলাদেশের নতুন সরকার নিজেরাই একটি রেড ক্রশ প্রতিষ্ঠান গড়ে তুলছেন। বােম্বাইস্থ বাঙলাদেশ সহায়ক সমিতির কোষাধক্ষ্য শ্রী মানুভাই ভিমানি নতুন রাষ্ট্র সফরের পর এখানে ফিরে এসে সংবাদটি দেন। তিনি সাংবাদিকদের আরও জানান বাইরের সহযােগিতা এই রেড ক্রশ সমিতিকে পুষ্ট করবে। আপতত এর কোন হাসপাতাল বা তেমন ওষুধপত্র নেই।
শ্রী ভিমানি সাংবাদিকদের আমপাতা সমেত আম ও বাংলাদেশের একটি পতাকা দেখিয়ে বলেন, মুজিবনগরে নতুন রাষ্ট্রপতি নুরুল ইসলাম তাকে এ উপহার দিয়েছেন।
শ্রী ভিমানি তার অভিজ্ঞতা থেকে জানালেন, মুক্তি ফৌজের মনােবল অত্যন্ত দৃঢ় রয়েছে। তারা স্বাধীনতা নয় মৃত্যু পন্থা গ্রহণ করেছেন।

সূত্র: কালান্তর, ২৭.৪.১৯৭১