You dont have javascript enabled! Please enable it! 1971.09.08 | ঐক্যবদ্ধ লড়াই চালাবার উদ্দেশ্যে বাঙলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বৈঠকে আমন্ত্রিত | কালান্তর - সংগ্রামের নোটবুক

ঐক্যবদ্ধ লড়াই চালাবার উদ্দেশ্যে
বাঙলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বৈঠকে আমন্ত্রিত

মুজিবনগর ৭ সেপ্টেম্বর- বাঙলাদেশের মুক্তি সগ্রামকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলােচনা করার জন্য বাঙলাদেশের মন্ত্রিসভা বাঙলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আগামী কাল এক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন।
এই বৈঠকে যােগ দেবার জন্য বাঙলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা শ্রীমণি সিংহ, ন্যাশনাল আওয়ামী পার্টির (ওয়ালি মুজফফর) সভাপতি অধ্যাপক মুজাফফর আহমদ, ন্যাপ নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও প্রবীণ কংগ্রেস নেতা শ্ৰীমনােরঞ্জন ধর প্রমুখ আমন্ত্রিত হয়েছেন বলে জানা গেল।
বাঙলাদেশ সরকারের পক্ষ থেকে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও তাঁর মন্ত্রিসভার তিনজন সহকর্মী এবং মুক্তি বাহিনীর অধিনায়ক কর্ণেল ওসমানী উপস্থিত থাকবেন বলে জানা গেল।
প্রস্তাবিত এই বৈঠকে বাঙলাদেশের বিভিন্ন সংগ্রামী শক্তির একটি ঐক্যবদ্ধ ও সুসমম্বিত লড়াই চালাবার জন্য যুক্ত সংগ্রাম পরিষদ গঠনের পথে একটি পদক্ষেপ বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে, বাঙলাদেশে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সেখানে সংগ্রামরত বিভিন্ন শক্তির -যেমন আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, দুই ন্যাশনাল আওয়ামী পার্টি প্রভৃতির একটি ঐক্যবদ্ধ জাতীয় মুক্তিফ্রন্ট গঠনের জন্য বাঙলাদেশের কমিউনিস্ট পার্টি ইতিপূর্বে আহ্বান জানিয়ে ছিল। বাঙলাদেশ সরকারের বর্তমান উদ্যোগ সমস্ত সংগ্রামী শক্তির কাছেই স্বাগত হবে বলে আশা করা যায়।

সূত্র: কালান্তর, ৮.৯.১৯৭১