You dont have javascript enabled! Please enable it! 1971.09.10 | বাঙলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধান সম্পর্কে গলব্রেথ | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধান সম্পর্কে গলব্রেথ

কলকাতা, ৯ সেপ্টেম্বর (ইউ-এন আই) – বাঙলাদেশের সমস্যার রাজনৈতিক সমাধান বলতে কি বােঝেন? জনৈক সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে ভারতস্থ প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত অধ্যাপক জন কেনেথ গলব্রেথ বলেছেন, “এক ধরনের স্বায়ত্তশাসন যা পাকিস্তানের সকল সভ্য মানুষ ভােগ করতে পারেন তা পূর্ব পাকিস্তানকে দেওয়া উচিত।”
আজ এখানে এসে পৌছে অধ্যাপক গলব্রেথ ঐ বক্তব্য রাখেন। তিনি শরণার্থী শিবিরের অন্তর্ভূক্ত ছিন্নমূল জনসাধারণের দুরবস্থা দেখতে এসেছেন।
অধ্যাপক গলব্রেথ এ-কথাও জানান, উপরােক্ত স্বায়ত্তশাসন এমন হবে যাতে জনগণ উপলব্ধি করতে পারেন যে তারা তাদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করছেন।”
শেখ মুজিবর বিচার সম্পর্কে তিনি এই আশা প্রকাশ করেন যে, “পাকিস্তান সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং শেখকে বিচারের আদালতে প্রেরণ না করে তাঁকে মুক্তি তথা জনগণের মধ্যে প্রত্যাবর্তন করতে দেওয়া হবে।

সূত্র: কালান্তর, ১০.৯.১৯৭১