মুক্তিযােদ্ধাদের সাহায্যে বাঙলাদেশ সংযােগ রক্ষা সমিতি তিনটি কেন্দ্র খুলছে
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২৭ এপ্রিল- বাঙলাদেশের শরণার্থীদের প্রাথমিক ত্রাণকার্য ও চিকিৎসা এবং মুক্তিযােদ্ধাদের সাহায্যের জন্য প্রাক্তন বিশিষ্ট স্বাধীনতা সগ্রামীদের উদ্যোগে গঠিত বাংলাদেশ সংযােগ রক্ষা সমিতি’ সীমান্তবর্তী অঞ্চলে তিনটি কেন্দ্র খুলছে।
ইতােমধ্যে শিলিগুড়িতে অনুরূপ একটি কেন্দ্র খােলা হয়েছে। দু-তিনদিনের মধ্যে নদীয়া জেলার বানপুর ও ২৪ পরগনা জেলার টাকিতে আরও দুটি কেন্দ্র খােলা হবে। বানিপুরে একটি পূরােদস্তর চিকিৎসা কেন্দ্রও চালু হয়ে বলে প্রকাশ।
সূত্র: কালান্তর, ২৯.৪.১৯৭১