You dont have javascript enabled! Please enable it! 1971.09.14 | বাঙলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন গঠনের সিদ্ধান্ত | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সরকারের
পরিকল্পনা কমিশন গঠনের সিদ্ধান্ত

মুজিবনগর, ১৩ সেপ্টেম্বর (আই পি এ) – বাঙলাদেশ সরকার একটি পরিকল্পনা কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মুক্তিযুদ্ধের কর্মসূচী ছাড়াও বাঙলাদেশ থেকে পাক হানাদারদের বিতাড়নের পর দেশের অর্থনীতির পুনরুদ্ধারের উদ্দেশ্যে বাঙলাদেশ সরকার একটি পরিকল্পনা রচনার জন্য উদ্বিগ্ন আছেন। এই কাজের জন্যই বাঙলাদেশ সরকার একটি পরিকল্পনা কমিশন গঠনের সিদ্ধান্ত করেছেন।
পরিকল্পনা কমিশনের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে সত্বর ঘােষণা করা হবে।

সূত্র: কালান্তর, ১৪.৯.১৯৭১