১ নভেম্বর ১৯৭১ঃ আগ্নেয়গিরির উপর বসে আছি— লন্ডনে ভারতীয়দের সমাবেশে ইন্দিরা
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লন্ডনে ভারতীয়দের এক সমাবেশে বলেন, আগ্নেয়গিরির উপর বসে আছি বিস্ফোরিত হবে কিনা জানি না। তিনি বৃটেনকে তার প্রভাব বিস্তার করে বাংলাদেশ প্রশ্নের একটি রাজনৈতিক মিমাংসা ও উদ্বাস্তু সমস্যার একটি সুষ্ঠু সমাধানের জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন। যুদ্ধ বাধুক ভারত তা কখনো চায় না। কিন্তু এ জন্য ভারত তার জাতীয় স্বার্থকে কখনো ক্ষুন্ন হতে দিতে পারে না। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সংকটের দ্রুত একটি নিষ্পত্তি করতে হবে। সীমান্ত পরিস্থিতি দেখে মনে হতে পারে বাংলাদেশ থেকে দলে দলে লোক চলে আসার ফলে এটা হয়েছে কিন্তু বাংলাদেশ সমস্যা এর চেয়েও জটিল। অপর এক সমাবেশে ইন্দিরা গান্ধী বলেন ভারত পূর্ব পাকিস্তানের সীমান্তের উভয় পাশে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েন সমর্থন করে না।