You dont have javascript enabled! Please enable it! 1971.11.25 | বাঙলাদেশে মূলধন লগ্নীর জন্য আমন্ত্রণ | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে মূলধন লগ্নীর জন্য আমন্ত্রণ

কলকাতা, ২৩ নভেম্বর বাঙলা দেশের মুক্তাঞ্চলে শিল্পে মূলধন নিয়ােগ করার জন্য বাঙলাদেশের বন্ধু। রাষ্ট্রগুলিকে বিশেষ করে ভারতবর্ষকে বাংলাদেশ সরকারের বাণিজ্য সংক্রান্ত বাের্ড আমন্ত্রণ জানিয়েছেন। বাঙলাদেশ সরকারের বাণিজ্য বিষয়ক বাের্ডের চেয়ারম্যান শ্রী মতিউর রহমান আজ কলকাতায় ক্ষুদ্র শিল্প অ্যাসােসিয়েশনের ফেডারেশন কর্তৃক আহুত সভায় ভাষণ প্রসঙ্গে শ্রী রহমান বলেন, বাঙলাদেশের অর্থনীতির উন্নয়নের জন্য বাণিজ্যিক শিল্পে সাহায্যের বিশেষ প্রয়ােজন। তিনি তার ভাষণে বলেন, বাঙলাদেশ সরকার কর্তৃক ঘােষিত সমাজতান্ত্রিক ধাচে অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে বাঙলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ভারতবর্ষই তাকে সাহায্য করতে পারে। পাকিস্তানের একচেটিয়া পুঁজিপতি বাঙলাদেশকে শােষণ করেছে আর সে কারণেই বাঙলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীগণ শেখ মুজিবর রহমানের নেতৃত্বে বাঙলাদেশের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছে। পশ্চিম পাকিস্তানের ব্যবসায়ীগণ বাঙলাদেশে কিভাবে শােষণ করত তার উদাহরণ দিয়ে শ্রী রহমান বলেন, ভারত থেকে পশ্চিম পাকিস্তানে কয়লা নিতে পাকিস্তানী পুঁজিপতিদের কোনাে আপত্তি ছিল না। পশ্চিম পাকিস্তানে ৮০ টাকার টন দরে এই কয়লা বিক্রি হতাে কিন্তু পূর্ব বাঙলায় এই কয়লা বিক্রি হতে টন প্রতি ৩৫০ টাকা। শ্রী রহমান জানান, পাক-জঙ্গীচক্র এখন পূর্ববাঙলার বিভিন্ন অঞ্চল থেকে ভারী যন্ত্রপাতি বর্তমানে পশ্চিম পাকিস্তানে সরিয়ে ফেলছে।

সূত্র: কালান্তর, ২৫.১১.১৯৭১