You dont have javascript enabled! Please enable it! 1971.04.08 | রাজ্যসভায় বাঙলাদেশকে অবিলম্বে স্বীকৃতি দানের দাবি | কালান্তর - সংগ্রামের নোটবুক

রাজ্যসভায় বাঙলাদেশকে অবিলম্বে স্বীকৃতি দানের দাবি

নয়াদিল্লী, ৭ এপ্রিল (ইউএন) রাজ্যসভায় আজ বাংলাদেশকে অবিলম্বে স্বীকৃতি দানের এবং মুক্তিযােদ্ধাদের সর্বপ্রকারের নৈতিক ও বৈষয়িক সমর্থন জানাবার জন্য সরকারের নিকট দাবি জানান হয়।
সভায় সকল অংশের সদস্যরাই একের পর এক উঠে সর্বসম্মতিকমে দাবি জানাতে থাকেন যে, স্বীকৃতি দানে আর কালবিলম্ব করা উচিত নয়। তারা বলেন, স্বীকৃতি দানের সময় সমুপস্থিত।
তারা বলেন, সংসদে সর্বসম্মতিক্রমে যে সহানুভূতি ও সংহতি জ্ঞাপন করা হয়েছে তা আজ বাস্তবে পরিণত করার সময় এসেছে। প্রথমত বাংলাদেশকে স্বীকৃতিদানে ভারতের নেতৃত্ব দেওয়া উচিত।
যে সমস্ত সদস্যরা স্বীকৃতিদানের দাবি জানান তার মধ্যে কমিউনিস্ট নেতা ভুপেশ গুপ্ত, এস, এস, পির জি মুরহরি, নির্দলীয় সদস্য ডি, এল, সেনগুপ্ত, ইন্দিরা, কংগ্রেস সদস্য চন্দ্রশেখর, পি, এস, পি এন, জি, গােরে প্রমুখ রয়েছেন।
ডেপুটি চেয়ারম্যান বি, ডি, খােবরাগাদে আশা প্রকাশ করেন যে, সভায় যে ভাবাবেগ ও অনুভূতি প্রকাশ পেয়েছে সরকার তার প্রতি উপযুক্ত দৃষ্টি দেবেন। পার্লামেন্টারী বিষয়ক মন্ত্রী শ্রীওম মেহতা উক্ত দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের প্রতিশ্রুতি দেন।

সূত্র: কালান্তর, ৮.৪.১৯৭১