You dont have javascript enabled! Please enable it! 1971.07.14 | বাঙলাদেশের সমর্থনে কাঁথীতে জনসভা | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের সমর্থনে কাঁথীতে জনসভা

কাঁথী, ১৩ জুলাই (নিজস্ব)-বাঙলাদেশের মুক্তিসংগ্রমের সমর্থনে ও বাঙলাদেশ সরকারের স্বীকৃতির দাবিতে গত ১০ জুলাই মেদিনীপুরের কাঁথী শহরের বীরেন্দ্রনাথ স্মৃতিসৌধ ভবনে এক জনসভা হয়।
প্রাক্তন মন্ত্রী সুধীরচন্দ্র দাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বাঙলা কংগ্রেস নেতা ও বাঙলাদেশ মুক্তিসংগ্রাম সহায়ক সমিতির অন্যতম সাধারণ সম্পাদক হরিদাস মিত্র আবেগদীপ্ত ভাষণে এপার বাঙলার মানুষের কর্তব্য নির্দেশ করেন। বাঙলাদেশ সরকারকে স্বীকৃতিদানের ব্যাপারে ভারত সরকারের টালবাহানারও তীব্র নিন্দা করেন। পি, এস, পি নেতা অমলেন্দু রায় চীন ও আমেরিকার বর্তমান কার্যকলাপে প্রবল ধিক্কার জানিয়ে বাঙলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে আরাে সক্রিয় সাহায্যের আবেদন জানান। কমিউনিস্ট পার্টির পক্ষে কবি গণেশ বসু বর্তমান যুদ্ধের পটভূমি বিশ্লেষণ করে বলেন, বাঙলাদেশ স্বাধীন হবেই। কিন্তু এরপরও দীর্ঘ লড়াই চালাতে হবে শ্রমিক কৃষক, ছাত্র ও বুদ্ধিজীবীরা যে অর্থে স্বাধীনতা বােঝে সেই মানবমুক্তির জন্য। তিনি বলেন, সবরকম সংকীর্ণতা পরিহার করে, জাতীয় মুক্তিফ্রন্ট গড়ে লড়াই চালান দরকার। সভায় বাঙলা দশের ছাত্রলীগের বিশিষ্ট নেতাও ভাষণ দেন।

সূত্র: কালান্তর, ১৪.৭.১৯৭১