You dont have javascript enabled! Please enable it! 1971.09.04 | বাঙলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে মেয়র পরিষদ | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে মেয়র পরিষদ

নয়াদিল্লী, ৩ সেপ্টেম্বর (ইউ এন আই)-সর্বভারতীয় মেয়র পরিষদের কার্যনির্বাহক কমিটি আজ এখানে এক প্রস্তাব গ্রহণ করে ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে যে, বাঙলাদেশকে যেন অবিলম্বে স্বীকৃতি দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন মাদ্রাজের মেয়র শ্রীএস এ গনেসন।
বাঙলাদেশের নিরীহ মানুষের ওপর যেভাবে পাকিস্তানের মিলিটারি জুন্টা গণহত্যা চালিয়ে যাচ্ছে কমিটি তার নিন্দা করে গণতান্ত্রিক দেশগুলির কাছে আহ্বান জানিয়েছে যে, তারা যেন এই নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খার ওপর চাপসৃষ্টি করে।
আর একটি প্রস্তাব গ্রহণ করে কমিটি বলেছে, উপযুক্ত মর্যাদা প্রদর্শন করা না হলে ভবিষ্যতে মেয়ররা সরকারী অনুষ্ঠান বর্জন করবেন।

সূত্র: কালান্তর, ৪.৯.১৯৭১