নেপালে পাক দূতাবাসের জনৈক কর্মীর বাঙলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘােষণা
কাঠমুণ্ড, ৩ অক্টোবর (ইউ এন আই) এখানে পাকিস্তানী দূতাবাসের ২ নং প্রধান শ্রীমুস্তাফিজর রহমান আজ পাকিস্তানী দূতাবাস ত্যাগ করে বাঙলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘােষণা করেছেন।
২৫ মার্চ ঢাকায় পাক বাহিনীর আক্রমণের সময় শ্রীরহমান নেপালে পাক দূতাবাসের ভারপ্রাপ্ত প্রতিনিধি পদে নিযুক্ত ছিলেন। আজ শ্রীরহমান তার বাসভবনে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তার সিদ্ধান্ত ঘােষণা করেন এবং নেপালের প্রধানমন্ত্রী শ্ৰীকীর্তিনধি বিস্তার কাছে লিখিত এক চিঠি পড়ে শােনান। শ্রীরহমান বলেন : সমস্ত বাঙালী জাতীকে সমূলে ধ্বংসের উদ্দেশ্যে যে সরকার আমার স্বদেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার, জীবন, ধর্ম, স্বাধীনতা, নৈতিকবােধ নির্মমভাবে পদদলিত করেছে সে সরকারের সঙ্গে আমি কোন সম্পর্ক রাখতে পারি না।
আমি পাকিস্তানের স্বৈরাচারী শাসক চক্রের সঙ্গে সমস্ত সংযােগ ছিন্ন করছি এবং গণতন্ত্র সম্মত নির্বাচিত সরকার গণপ্রজাতন্ত্রী বাঙলাদেশ সরকারের প্রতি অনুগত্য ঘােষণা করছি।”
সূত্র: কালান্তর, ৪.১০.১৯৭১