বাঙলা দেশ সম্পর্কে সােভিয়েত বিরােধী মহলের তৎপরতা বৃদ্ধি
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৩০ সেপ্টেম্বর-মার্কিন সাম্রাজ্যবাদীদের কিছু প্রস্তাব নিয়ে পশ্চিমবঙ্গের দু একটি রাজনৈতিক দল বাঙলাদেশের আওয়ামী লীগের একাংশের সঙ্গে যােগাযােগ করে সােভিয়েতের বিরুদ্ধে খেপিয়ে দেবার অপচেষ্টা চালাচ্ছে বলে জানা গেল। ভারতের ঐ দলগুলি ইতিপূর্বেই ভারত সােভিয়েত চুক্তিসহ সােভিয়েতের বিভিন্ন কাজের প্রকাশ্য বিরােধিতা করেছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীর সাম্প্রতিক সােভিয়েত সফর এবং ভারত সােভিয়েত যুক্ত বিবৃতির প্রতি বাংলাদেশ সংগ্রামী মুক্তিযােদ্ধাদের রাজনৈতিক দলগুলি সর্বশেষ গুরুত্ব আরােপ করেছেন বলে খবর পাওয়া গেল।
সূত্র: কালান্তর, ১.১০.১৯৭১