অত্যাচারীর প্রতি নয়—গণতান্ত্রিক শক্তির প্রতিই সােভিয়েত সমর্থন
ইন্দিরা গান্ধীর বিদায়কালে কোসিগিনের স্পষ্ট ঘােষণা : উভয় দেশের যুক্ত বিবৃতি
নয়াদিল্লী, ৩০ সেপ্টেম্বর-অত্যাচারী শাসকগােষ্ঠী সােভিয়েত ইউনিয়নের সমর্থন পায় না, আমাদের সমর্থন পাকিস্তানের গণতান্ত্রিক শক্তিসমূহের প্রতি।
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তিনদিনব্যাপী সােভিয়েত সফর শেষে রাজধানী প্রত্যাবর্তনকালে গতকাল মস্কো বিমানঘাঁটিতে সােভিয়েত প্রধানমন্ত্রী এ এন কোসিগিন স্পষ্টভাবে এ কথা ঘােষণা করেন। সংবাদ ইউ এন আই-র।
মস্কোতে প্রচারিত যুক্ত বিবৃতিতে পূর্ববাঙলার জনগণের ইচ্ছা, অনস্বীকার্য অধিকার এবং ন্যায়সঙ্গত স্বার্থের প্রতি যথােচিত মর্যাদা দিয়ে পূর্ববাঙলায় উদ্ভূত পরিস্থিতির দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য দুই দেশ আহ্বান জানায়। বলা হয়, একমাত্র এই পদ্ধতির রাজনৈতিক সমাধানই ভারতে আগত লক্ষ লক্ষ বাঙলাদেশ শরণার্থীর নিজভূমে প্রত্যাবর্তন নিশ্চিত করবে।
মুক্ত বিবৃতিতে ভারতের পক্ষে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সােভিয়েত ইউনিয়নের পক্ষে রাষ্ট্রপতি নিকোলাহ পদগােনি, প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিন ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লিওনিদ ব্রেঝনেভ স্বাক্ষর করেন। শ্রীমতী গান্ধী গতকালই সফরান্তে রাজধানী প্রত্যাবর্তন করেছেন।…
সূত্র: কালান্তর, ১.১০.১৯৭১