নিউ ইয়র্কে বিক্ষোভ
আজ নিউইয়র্কের ৭৬ জন বাঙালী রাষ্ট্রসংঘ দপ্তরের সামনে যান। তাদের প্লাকার্ডে লেখা ছিল স্বাধীন বাংলাকে রাষ্ট্রসংঘের স্বীকৃতি দিতে হবে, শেখ ইয়াহিয়া আত্মসমর্পণ করাে, টিক্কা মৃত এরপর ইয়াহিয়া। আমেরিকাস্থ পূর্ব পাকিস্তান লীগ এই মিছিলের আয়ােজন করে। তারা স্বাধীন বাংলাকে স্বীকৃতি দানের জন্য নিক্সনের প্রতিও আবেদন জানান।
বাংলা দেশ অভিমুখে রেডক্রস প্রতিনিধি
আন্তর্জাতিক রেডক্রসের চার সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল আজ জেনেভা থেকে বাংলাদেশ অভিমুখে বিমানে রওনা হয়েছেন। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি হওয়াই এই যাত্রা।
সূত্র: কালান্তর, ২৯.৪.১৯৭১