বাঙলাদেশস সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়ােজন
-গলব্রেথ
নয়াদিল্লী, ১৪ সেপ্টেম্বর (ইউ এন আই)-ভারতস্থ প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত অধ্যাপক জন কেনেথ গলব্রেথ-এর মতে, “আমি এ বিষয়ে সুনিশ্চিত যে, একমাত্র রাজনৈতিক সমাধানই পারে সীমান্ত পেরিয়ে আসা বিপুল সংখ্যক মানুষকে নিরাপত্তা ও নিশ্চয়তা দিয়ে স্বদেশ পাঠাতে।” নয়দিন ব্যাপী পশ্চিম বাঙলার বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করার পর আজ এখানে এক সাংবাদিক সম্মেলনে তাঁর মতামত ব্যক্ত করেছেন।
“রাজনৈতিক সমাধানই” হ’ল বাঙলাদেশ সমস্যার একমাত্র পথ বলে উল্লেখ করে ডেমােক্রেটিক দলের অন্যতম নেতা বলেন, উদার অথবা চরমপন্থীরা যে কোন সরকার গঠনেরই অধিকার জনগণের রয়েছে। সমস্যা সমাধানে সামরিক শক্তি প্রয়ােগেরও তিনি বিরােধিতা করেন।
সূত্র: কালান্তর, ১৫.৯.১৯৭১