পশ্চিম এশিয়া সম্পর্কে শ্রী থাণ্টের সতর্কবাণী
জাতিসংঘ, ২০ এপ্রিল (এপি) জানাচ্ছে, জাতিসংঘ সেক্রেটারি জেনারেল শ্রী উ থান্ট গতকাল বলেছেন, যদি জাতিসংঘ পরিচালিত শান্তি-আলােচনা পুনরায় আরম্ভ না হয় তাহলে অদূর ভবিষ্যতে শান্তি-আলােচনার সমস্ত ভিত্তি নষ্ট হতে পারে।
মিশর, সিরিয়া এবং লিবিয়া যুক্তরাষ্ট্র গঠন করে যে নীতি ঘােষণা করেছে তারপরই শ্ৰীথান্ট উপরােক্ত মন্তব্য করেছেন। তিনি অবশ্য স্পষ্ট বলছেন যে, তিনি ঐ যুক্তরাষ্ট্র গঠন সম্পর্কে আদৌ কোন মন্তব্য করছেন , তাঁর বক্তব্য হচ্ছে ইস্রাইলের সঙ্গে জাতিসংঘ দূত জারিং’এর মাধ্যমে আলােচনা সম্পর্কে।
যুক্তরাষ্ট্র গঠনের ব্যাপারটা হচ্ছে সেদিককারই আরেকটা দৃষ্টান্ত যার সম্পর্কে তিনি বহুবার সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, পশ্চিম এশিয়াতে শান্তি প্রতিষ্ঠার এখনই শেষ সুযােগ আছে পরে আর তার ভিত্তি নাও থাকতে পারে।
সূত্র: কালান্তর, ২২.৪.১৯৭১ ১৩১