নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হলে বাঙলাদেশের পরিস্থিতি প্রভাবিত হবে- সমর সেন
জাতিসংঘ, ৩১ মার্চ (এপি)-গতকাল এখানে সাংবাদিকদের সঙ্গে আলােচনাকালে জাতিসঙ্ঘের স্থায়ী ভারতীয় প্রতিনিধি শ্ৰীসমর সেন বলেন, বাঙলা দেশ সম্পর্কে নিরাপত্তা পরিষদে কোন প্রস্তাব গৃহীত হলে তা সে দেশের পরিস্থিতিকে বিপুলভাবে প্রভাবিত করবে।
শ্রীসেন বলেন, ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে আলােচনা কালে তিনি পরিষদের কোন বৈঠক ডাকার পরামর্শ দেননি তবে পূর্ব বাংলায় বিপুল গণহত্যা বন্ধের ব্যাপারে বিশ্ব অভিমত সৃষ্টির জন্য তাদের সরকার কি ভাবছেন তা তিনি জানতে চেয়েছেন।
শ্রী সেন বলেন, ভারত জেনেছে যে বাঙলা দেশের বিদ্রোহ দমনের জন্য পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনী বিপুল সংখ্যক মানুষকে হত্যা করেছে।
তিনি জানান, নিরাপত্তা পরিষদের প্রায় অর্ধেক প্রতিনিধির সঙ্গে তিনি ইতােমধ্যেই দেখা করেছেন এবং তারা তাকে বলেছেন এ ব্যাপারে স্ব স্ব সরকারের সঙ্গে পরামর্শ করবেন।
সূত্র: কালান্তর, ১.৪.১৯৭১