শীঘ্র চীনে মার্কিন সিনেটারদের আনাগােনা আরম্ভ হতে পারে
নিউইয়র্ক, ২০ এপ্রিল—গত ২২ বছরের মধ্যে যে মার্কিন সাংবাদিক হালে প্রথম চীনে গিয়েছিলেন এ-পি’র সেই সংবাদদাতা শ্রীজন বেডারক বলেছেন, যেহেতু জাতিসংঘের প্রতি তাদের নজর রয়েছে তাই চীন মার্কিন টেবিল টেনিস টিম এবং কিছু মার্কিন সাংবাদিককে চীনে যেতে দিয়েছিলেন।
গতকাল এ-পি’র বার্ষিক অধিবেশনকে তিনি ক্যান্টন থেকে এক রেডিও ভাষণে বলেছেন, তিনি শ্রীচৌএন-লাই সমেত অন্যান্য চীনা নেতাদের অধিকতর “আত্মবিশ্বাসী বলে মনে করেন। দীর্ঘকাল বিচ্ছিন্ন। থাকার ফলে তাদের ক্লান্ত মনে হচ্ছিল। তিনি আশা করেন যে, সম্ভবত শীঘ্রই এখানে মার্কিন সিনেটারদের আনাগােনাও আরম্ভ হবে। গৃহযুদ্ধের সময়েও শ্রীরডারিক কিছুকাল মাও-সে-তুং এবং চৌ-এন-লাইয়ের সঙ্গে কাটিয়েছিলেন।
সূত্র: কালান্তর, ২২.৪.১৯৭১