You dont have javascript enabled! Please enable it! 1971.12.04 | মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধের নােটিস সরকারীভাবে পেশ | কালান্তর - সংগ্রামের নোটবুক

মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধের নােটিস সরকারীভাবে পেশ

নয়াদিল্লী, ২ ডিসেম্বর (ইউ এন আই)-আমেরিকা আজ সরকারীভাবে ভারতকে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ভারতস্থ মার্কিন রাষ্ট্রদূত মিঃ কেনেথ কেটিং ভারতের বহির্বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শ্রী টি, এন, কাউলের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে এসেছেন।
ওয়াশিংটন থেকে এ-পি জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আজ ঘােষণা করেছে যে, “পূর্ব বাঙলায় ক্রমাগত ভারতীয় আক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতকে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া যুদ্ধোপকরণ সরবরাহের যাবতীয় লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে।” | প্রেস অফিসার চার্লস ব্রে বলেছেন, গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: কালান্তর, ৪.১২.১৯৭১