বাঙলাদেশের অবস্থা আন্তর্জাতিক বিপদের কারণ
রাষ্ট্রসংঘের প্রতি চিলির রাষ্ট্রপতির পত্র
নয়াদিল্লী, ২৯ জুন-চিলির রাষ্ট্রপতি ড, সালভাডাের আলেন্দে এক বার্তায় রাষ্ট্রসংঘের মহাসচিবকে পূর্ববঙ্গ থেকে ভারতে আগত শরণার্থীজনিত সমস্যার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ঘটনা যা ঘটছে, তা বড়ই মর্মন্তদ। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেছেন, পূর্ব পাকিস্তানে শীঘ্রই শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্ব ফিরে আসবে এবং শরণার্থীরা আবার দেশে ফিরে যেতে পারবেন। ডঃ আলেন্দে আরও বলেছেন, সমস্যা সমাধানে রাষ্ট্রসংঘের যে কোন প্রচেষ্টায় চিলি সহযােগিতা করতে প্রস্তুত।
সূত্র: কালান্তর, ৩০.৬.১৯৭১