You dont have javascript enabled! Please enable it! 1971.07.28 | বাঙলাদেশের প্রশ্নটিকে উথান্ট পাক-ভারত সমস্যারূপে চিহ্নিত করতে চাইছেন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের প্রশ্নটিকে উথান্ট পাক-ভারত সমস্যারূপে চিহ্নিত করতে চাইছেন

নয়াদিল্লী, ২৭ জুলাই (ইউ এন আই)-জাতিসংঘের মহাসচিব উ-থান্ট বাঙলাদেশের সমস্যাটিকে নিরাপত্তা পরিষদে উত্থাপনের চেষ্টা চালাচ্ছেন। তবে তিনি বাঙলাদেশের উপর পাক সামরিক গােষ্ঠীর আক্রমণকে দূরে সরিয়ে রেখে বাঙলাদেশের সমস্যাটিকে পাক-ভারত সমস্যারূপে চিহ্নিত করার চেষ্টা করেছেন। উ-থান্টের ভারত ও পাকিস্তানকে এক করে দেখার এই প্রয়াস এখানে বিরূপ প্রতিক্রিয়া সৃ ষ্টি করেছে বলে পর্যবেক্ষক মহল মনে করেছেন।
উ-থান্টের উপরােক্ত প্রস্তাব সম্পর্কে আজ ভারত সরকার এক উচ্চ পর্যায়ের বেসরকারী আলােচনা করেছেন এবং নিরাপত্তা পলিষদে প্রস্তাবটি উত্থাপিত হলে ভারতীয় প্রতিনিধি ভারতের বক্তব্য পেশ করবেন।
গতকাল বিরােধী দল নতাদের সঙ্গে ইন্দিরা গান্ধীর আলােচনার সময় পররাষ্ট্রমন্ত্রী শ্রীশরণ সিং ঐ প্রস্তাব সম্পর্কে উ-থান্টের কাছ থেকে সরকার যে চিঠি পেয়েছে তা স্বীকার করেন।
কুটনৈতিক মহলের মতে উ-থান্টের নিরাপত্তা পরিষদে বাঙলাদেশ সমস্যা সম্পর্কে বেসরকারী আলােচনা শুরু করার প্রস্তাবের আসল তাৎপর্য হল যে, তিনি বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে আনতে চান।
ভারত সরকার উ-থান্টের প্রস্তাব সম্পর্কে বিভিন্ন দেশের মনােভাব জানার জন্যে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে যােগাযােগ রাখছেন।

সূত্র: কালান্তর, ২৮.৭.১৯৭১