পূর্ববঙ্গ সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের আহ্বান
নয়াদিল্লী, ১৮ সেপ্টেম্বর (ইউ এন আই)-ভিয়েনার ব্যুরাে অফ সােস্যালিস্ট ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে দাবি করেছে যে, পূর্ববঙ্গের জনগণের ইচ্ছানুযায়ী বাঙলাদেশ সমস্যার সমাধানের একটি উপায় উদ্ভাবন করার জন্য রাষ্ট্রসংঘের সরাসরি হস্তক্ষেপ করা উচিত।
বিবৃতিতে বাঙলাদেশে গণ হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং পাকসেনাদের অত্যাচার অবিলম্বে বন্ধ করার দাবি জানানাে হয়েছে। শেখ মুজিবর এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের অবিলম্বে বিনাশর্তে মুক্তিদানের জন্যও বিবৃতিতে দাবি করা হয়। পূর্ববঙ্গের ঘটনায় ভারত উপমহাদেশে শান্তি বিঘ্নিত হতে পারে বলেও ঐ বিবৃতিতে উদ্বেগ জানানােনা হয়।
সূত্র: কালান্তর, ১৯.৯.১৯৭১