জাতিসংঘে বাঙলাদেশ সমস্যা তােলায় পাক-প্রতিনিধির প্রতিবাদ জাতিসংঘ
নিউ ইয়র্ক, ২৮ সেপ্টেম্বর (ইউ এন আই)-জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভারত বাঙলাদেশ প্রশ্ন তােলায় পাকিস্তান প্রতিবাদ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রী শ্রীশরণ সিং সাধারণ পরিষদে শেখ মুজিবর রহমানের মুক্তি এবং বাঙলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধান দাবি করে ভাষণ দেবার পরেই পাকিস্তান প্রতিনিধি দলের নেতা শ্রীমামুদ আলি গতরাতে একে পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলে বিরােধিতা করেন। তিনি একে আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেন।
আলির মতে, পাকিস্তানী সামরিক চক্র নাকি সমস্যার সমাধান খুঁজছে, তাছাড়া এ ধরনের সমস্যা নাকি
দেশেই বর্তমান। আলি বাঙলাদেশ সমস্যাকে ভারতের চক্রান্ত বলে সেই বস্তাপচা বুলির পুনরুক্তি করেন।
পাক-প্রতিনিধির মতে, বাংলাদেশ থেকে ভারতে আগত শরণার্থীর সংখ্যা মাত্র ২২ লক্ষের কিছু বেশী। অথচ ভারত সরকার জানিয়েছে, ৯০ লক্ষাধিক বাঙলাদেশ শরণার্থী এ পর্যন্ত ভারতে এসেছে।
সূত্র: কালান্তর, ২৮.৯.১৯৭১