উ-থান্টের ভাঁড়ামি
জাতিসংঘের সচিবপ্রধান উ-থান্ট হাল ছাড়বার পাত্র নন। প্রথমে তিনি চেষ্টা করেন ভারত ও বাঙলাদেশের সীমান্ত অঞ্চলে জাতিসংঘের পর্যবেক্ষক দল মােতায়েন করতে। ভারত সরকার এ বিষয়ে কঠোর মনােভাব অবলম্বন করায় থান্ট সাহেব বুঝতে পারেন সেদিক দিয়ে তাঁর মতলব হাসিল হবে না। অথচ পর্যবেক্ষক দল বসাবার জন্য মার্কিন মুরুব্বিদের প্রবল চাপ। নিক্সন চক্রের কাছ থেকে ইয়াহিয়ার কাছে নির পর্যবেক্ষক চাওয়া হােক। ইয়াহিয়া সঙ্গে সঙ্গে প্রভুদের হুকুম তামিল করলেন। চিঠি গেল ইসলামাবাদ থেকে-জাতিসংঘের পর্যবেক্ষকদের তাড়াতাড়ি পাঠানাে হােক। কিন্তু ইয়াহিয়ার আবেদন উথান্ট মঞ্জুর করেন নি।
সূত্র: কালান্তর, ৩.১২.১৯৭১