You dont have javascript enabled! Please enable it! 1971.12.13 | নিরাপত্তা পরিষদের বিশেষ জরুরী অধিবেশন আহ্বানের জন্য মার্কিন প্রতিনিধির দাবি | কালান্তর - সংগ্রামের নোটবুক

নিরাপত্তা পরিষদের বিশেষ জরুরী অধিবেশন
আহ্বানের জন্য মার্কিন প্রতিনিধির দাবি

ওয়াশিংটন, ১২ ডিসেম্বর-মার্কিণ যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি আলােচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ জরুরী অধিবেশন বসানাের দাবি করেছে। ডি, পি এর সংবাদটি ইউ, এন, আই পাঠিয়েছে।
অথচ ভারত বা পাকিস্তান কেউই এই প্রশ্নে নিরাপত্তা পরিষদের অধিবেশন দাবি করেন নি।
জাতিসঙ্ঘের সদর দপ্তরের সংবাদ সুত্র ইউ, এন, আই জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রী শরণ সিং এবং পাকিস্তানের প্রতিনিধি আগাশাহী একথা সাংবাদিকদের জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং নিউইয়র্ক এসেছেন গত রাতে এবং ওদিক থেকে পশ্চিম পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ভূট্টোও এসেছেন। কিন্তু ভুট্টোকে বাইরে কোন কর্মসূচীতে যােগ দিতে দেখা যায় নি। আগাশাহী আজও উ-থান্টের সঙ্গে দেখা করেছেন।

সূত্র: কালান্তর, ১৩.১২.১৯৭১