You dont have javascript enabled! Please enable it! 1971.04.05 | পাক নৌ-সেনার বিদ্রোহ | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাক নৌ-সেনার বিদ্রোহ

তুলাে, ফ্রান্স, ৪ এপ্রিল (এ পি)—আজ এখানে ওয়াকিবহাল সূত্র থেকে জানা গেল যে, এখান থেকে শিক্ষা শেষ করে করাচী ফেরার পূর্ব মুহুর্তে ১৩ জন পূর্ব-পাকিস্তানী নৌসেনা তাদের সাব মেরিন ছেড়ে চলে যান।
৪ জনকে মানগ্রো জাহাজ থেকে চলে যেতে বলা হয় কারণ পাকিস্তানের রাজনৈতিক সংকটের দরুণ তারা পাকিস্তানে ফিরে যেতে অস্বীকার করেন। বাকী ৯ জনও তাদের সঙ্গে চলে যান। তাদের দলত্যাগী বলে বিচার করা হবে বলে মনে হয়।
“ম্যানগ্রেট” জাহাজটি পাকিস্তানের কাছে ফ্রান্স বিক্রয় করার পরই উক্ত পাকিস্তানী নৌ সেনারা ঐ জাহাজে শিক্ষা গ্রহণ করছিলেন।
জাহাজটি ঐ নৌ-সেনাদের বাদ দিয়েই করাচী ১ লা জুলাই-এর মধ্যে পৌছবে বলে আশা করা যায়।
উক্ত সূত্র থেকেই জানা গেছে যে ১৩ জন বিদ্রোহী’ পাক নৌসেনা স্থলপথে পূর্ব পাকিস্তান যাবার চেষ্টা করছেন।

সূত্র: কালান্তর, ৫.৪.১৯৭১