পাক হানাদারদের আক্রমণ অব্যাহত
আগরতলা, ২৭ এপ্রিল (ইউ এন আই)-পাক হানাদাররা আজ ট্যাঙ্ক মর্টার ইত্যাদি নিয়ে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে প্রচণ্ড আক্রমণ চালায়। মুক্তি সেনারা প্রতিটি ক্ষেত্রে মরণপণ প্রতিরােধ করেন।
আগরতলা থেকে ইউ এন আই জানাচ্ছে যে, পাক হানাদারদের একটি অগ্রবর্তী বাহিনী ট্যাঙ্ক ও মর্টারসহ ভারতীয় সীমান্তবর্তী রেল স্টেশন বেলােনিয়ার অপর পাড়ে তীব্র আক্রমণ চালায়।
আজ সকালে চট্টগ্রাম ফেণী রােডের বিপরীত দিকে সাহাপুর পাক হানাদাররা দখল করে নিয়েছেন।
সাবহাপুর আক্রমণের সময় পাক হানাদারদের বিমান বাহিনী সাহায্য করে এবং বিমান থেকে প্রচুর বােমাবর্ষণ করা হয়।
মুক্তিফৌজ পাকহানাদারদের প্রথমে প্রবল প্রতিরােধ করে পিছিয়ে দেয়। পরে ট্যাঙ্ক থেকে প্রবলভাবে গােলাবর্ষণ করে পাক হানাদাররা সাহাপুর দখল করে নেয়।
ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মাধবপুরও আজ পাক-হানাদাররা দখল করেছে। হানাদাররা তিন দিক থেকে মাধবপুরে আক্রমণ চালায়।
আখাউরা অঞ্চলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সংবাদ পাওয়া গেছে। আগরতলা থেকে বিক্ষিপ্তভাবে গােলাবর্ষণের শব্দ শােনা গেছে। রাত পর্যন্ত বিস্তারিত কোন সংবাদ পাওয়া যায় নি।
সূত্র: কালান্তর, ২৮.৪.১৯৭১