পাক হামলা ও অন্তঘাতী কার্যকলাপ সম্পর্কে
রাজ্যের সীমান্ত জেলাগুলির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে
কলকাতা, ১৯ অক্টোবর (ইউ এন আই)-ভারতীয় গ্রামগুলির উপর পাক সেনাদের ক্রমবর্ধমান গােলাবর্ষণ এবং তাদের গুপ্তচরদের অন্তর্ঘাতমূলক কার্যকলাপ সম্পর্কে দার্জিলিং থেকে ২৪ পরগনা পর্যন্ত পশ্চিমবঙ্গের আটটি সীমান্তবর্তী জেলার কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে। আজ এখানকার এক সরকারী মুখপাত্র একথা জানান।
তিনি বলেছেন, সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যে কোন সবােতাজ রােধের জন্য জেলা শাসকদের নিরাপত্তার ব্যবস্থাবলী কঠোরতর করতে বলা হয়েছে। সীমান্তের নিকটে অনুষ্ঠিত সাপ্তাহিক মেলা ও হাট বাজারে সকল সন্দেহজনক ব্যক্তির চলাফেরা নিয়ন্ত্রণের জন্য তাঁদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সকল দুর্বল স্থানে দিবারাত্রি একটানা সতর্ক প্রহরা রাখতে হবে।
বাঙলাদেশের শরণার্থীদের সকল শিবিরের কমাণ্ডান্টদের জানানাে হয়েছে, বিনা অনুমতিতে কোন শরণার্থীকে শিবিরের বাইরে যেতে, কোন অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলতে বা কোন অবাঞ্ছিত লােকের কাছ থেকে কোন উপহার বা অর্থাদি গ্রহণ করতে যেন না দেওয়া হয়।
কমাণ্ডান্টদের তাদের শিবিরের কার্যকলাপ সম্পর্কে সাপ্তাহিক রিপাের্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: কালান্তর, ১২.১০.১৯৭১