কৃষ্ণনগর সীমান্তে পাক সেনাদের গােলাবর্ষণ
কৃষ্ণনগর, ১৯ সেপ্টেম্বর-পাক সেনারা আবার ভারতের সীমান্তবর্তী গ্রামগুলির উপর গােলাবর্ষণ শুরু করেছে।
সরকারী সূত্রের খবর উদ্ধৃত করে ইউ এন আই জানাচ্ছে, কৃষ্ণনগর থেকে প্রায় ৯৫ কিলােমিটার দূরে শিকরপুরের কাছে ভারত সীমান্তে কৃর্মিপাড়া ও রাণীনগর গ্রাম দুটির উপর আজ সকালে প্রায় তিনঘণ্টা ধরে পাক সেনারা গুলি বর্ষণ করে। ভারতের সীমান্তরক্ষীবাহিনী এর সমূচিত জবাব দিয়েছেন বলে ঐ সূত্র থেকে বলা হয়েছে। পাক সেনাদের গােলায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায় নি।
সূত্র: কালান্তর, ২০.৯.১৯৭১