You dont have javascript enabled! Please enable it! 1971.10. | ভারতীয় গ্রামের উপর পাকিস্তানের গােলাবর্ষণ : ৩ জন নিহত | কালান্তর - সংগ্রামের নোটবুক

ভারতীয় গ্রামের উপর পাকিস্তানের গােলাবর্ষণ : ৩ জন নিহত

আগরতলা ২ অক্টোবর (ইউ এস আই)-পাক গােলন্দাজদের গােলায় বিশালগড় পুলিস স্টেশনের অন্তর্গত গৌরাঙ্গালা গ্রামের দু’জন শরণার্থী ও একটি শিশু নিহত হয়েছে বলে আজ এখানে প্রাপ্ত সংবাদে জানা গেছে।

পাক গােলান্দাজরা ভারতীয় গ্রামের উপর ৪ টি গােলা নিক্ষেপ করে বলে সংবাদে বলা হয়েছে। ঘটনাটি ঘটে গত ২৭ সেপ্টেম্বর।

সূত্র: কালান্তর, ৩.১০.১৯৭১