মুক্তিসংগ্রামীরা বাঙলাদেশকে স্বাধীন করবেই
-শ্রীজগজীবন রাম
হায়দ্রাবাদ, ২২ অক্টোবর (ইউ এন আই)-প্রতিরক্ষামন্ত্রী শ্রীজগজীবন রাম আজ এখানে বলেছেন যে, যতদিন না বাঙলাদেশ সমস্যার সমাধান হচ্ছে ততদিন ভারতের বিরুদ্ধে জেনারেল ইয়াহিয়া খার যুদ্ধের হুমকি অনড় থাকবে।
দিল্লী ত্যাগ করার আগে প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। শ্রীরাম বলেন, পরিস্থিতি যে মােকাবিলা করা যাবে সে বিষয়ে তিনি সুনিশ্চিত।
যুদ্ধের সম্ভাবনা হ্রাস পেয়েছে বলে কয়েকটি সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এ ধরনের কথা বলা যায় না। তিনি স্মরণ করিয়ে দেন পাকিস্তানীরা প্রেসিডেন্টের সেই ঘােষণার কথা যেখানে তিনি বলেছিলেন যে, যদি মুক্তিফৌজ বাঙলাদেশের কিছু অঞ্চল মুক্ত করে তবে পাকিস্তান ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হবে। শ্রীরাম বলেন, মুক্তিযােদ্ধারা সাফল্যের সঙ্গে ৮০ হাজার পাক সেনাকে নাজেহাল করে ছাড়ছে এবং তারা আস্থাশীল যে, বাঙলাদেশকে তারা স্বাধীন করবেই। এ সত্য ইয়াহিয়া খানও স্বীকার করছেন। যার জন্য তিনি বলেছেন, বাঙলাদেশের কোনও অঞ্চল মুক্ত হলেই ভারতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘােষণা করা হবে।
“পাকিস্তানী নেতারা যদি দেওয়ালের লিখন পড়েন তবে এ যুদ্ধ তাঁরা এড়াতে পারবেন বলে তিনি মন্ত ব্য করেন। চীন সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি চীন হস্তক্ষেপও করে তাহলেও আমরা এ যুদ্ধে জয়ী হব।
সূত্র: কালান্তর, ২৩.১০.১৯৭১