You dont have javascript enabled! Please enable it! 1971.10.25 | মাইন বিস্ফোরণে পশ্চিম দিনাজপুরে মালগাড়ি ক্ষতিগ্রস্ত | কালান্তর - সংগ্রামের নোটবুক

মাইন বিস্ফোরণে পশ্চিম দিনাজপুরে মালগাড়ি ক্ষতিগ্রস্ত

রায়গঞ্জ, ২৪ অক্টোবর (ইউ এন আই)-আজ দুপুরে বাঙলাদেশে ও পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী পশ্চিম দিনাজপুর জেলার রাধিকাপুর ও ডালিমগাঁও স্টেশনের মধ্যে মাইন বিস্ফোরণে একটি মালবাহী ট্রেনের দারুণ ক্ষতি হয়েছে। পাক গুপ্তচরের এই মাইনটি স্থাপন করেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
ঐ জেলার সীমান্তবর্তী বহু স্থানে পাক-সেনা এখনও গােলাবর্ষণ করে যাচ্ছে।
গৌহাটী থেকে ইউ এন আই জানাচ্ছে : আজ সকালে এন-ই-এফ রেলওয়ের আলিপুরদুয়ার ও ফকির গ্রাম রেল-সেকশনের জোড়াই ও শ্রীরামপুর রেল স্টেশনের মধ্যে আজ সকালে রেল লাইনের একটি ফিস প্লেটকে অপসারিত অবস্থায় দেখা যায়।
কিছুক্ষণ পর ঐ স্থান দিয়ে একটি মালগাড়ি যাওয়ার কথা ছিল। অন্যান্য ট্রেনকে ৭ ঘণ্টার মতাে আটকে রাখা হয়। তদন্ত চলছে।

সূত্র: কালান্তর, ২৫.১০.১৯৭১