You dont have javascript enabled! Please enable it! 1971.11.05 | পশ্চিম সীমান্ত বরাবর পাক-সৈন্য ইয়াহিয়া ঘুরে দেখে গেছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

পশ্চিম সীমান্ত বরাবর পাক-সৈন্য ইয়াহিয়া ঘুরে দেখে গেছে

নয়াদিল্লী, ৪ নভেম্বর-পাক-রেডিওর সংবাদ অনুযায়ী জানা গেছে ভারতের সমগ্র পশ্চিম সীমান্ত জুড়ে পাকসৈন্যের সমাবেশ হয়েছে।
ইউ এন আই ঐ সংবাদের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে আজ ইয়াহিয়া সৈন্য সমাবেশের অঞ্চলগুলি আকাশ পথে পর্যবেক্ষণ করেন। ইয়াহিয়া আজই লাহাের এসে পৌছেছেন। এই পরিদর্শনকালে ইয়াহিয়ার সঙ্গী ছিলেন পাক-বাহিনীর প্রধান জেনারেল আবদুল হামিদ খান এবং কোর কমাণ্ডার লেঃ জেনারেল বাহাদুর শের।
রেডিও বলেছে যে পাক-বাহিনীর মনোেবল দেখে প্রেসিডেন্ট ইয়াহিয়া খুব খুশি। ইয়াহিয়া লাহােরে তিন দিন থাকছেন।

সূত্র: কালান্তর, ৫.১১.১৯৭১