৮শ’ অবাঞ্ছিত পাক নাগরিক অভিযুক্ত
কলকাতা, ২৩ অক্টোবর (ইউ এন আই)-পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ৮টি জেলায় প্রায় আটশাে ‘অবাঞ্ছিত পাকিস্তানী নাগরিককে অভিযুক্ত করা হয়েছে বলে রাজ্য সরকারী সূত্রে জানানাে হয়েছে। শরণার্থীদের মধ্যে থেকে এরা দেশের স্বার্থ বিরােধী কাজে লিপ্ত ছিল।
ইতিমধ্যে রাজ্য সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তামূলক কাজ কর্মের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থাকে আরাে জোরদার করেছেন।
১০ জন পাকসৈন্য নিহত
সরকারী সূত্রে আজ জানানাে হয়েছে যে, গতকাল রাত্রে নদীয়ার গেদে সীমান্তে সীমান্তরক্ষীদের গুলিতে অন্ত তঃ ১০ জন পাকসৈন্য নিহত হয়েছে। পাকসৈন্যদের গুলি বর্ষণের জবাবে রক্ষীবাহিনী গুলি চালায়। বাঙলাদেশের দর্শনা, মেহেরপুর ও প্রাগপুরে পাকিস্তানীরা জোর সামরিক প্রস্তুতি চালাচ্ছে বলে জানা গেল।
হিলি ও মালদায় আবার গুলিবর্ষণ
পশ্চিম দিনাজপুরের হিলি ও মালদার সীমান্তের গ্রামগুলির উপর পাকিস্তানীরা আবার গুলিবর্ষণ শুরু করেছে। পাকিস্তানীদের প্ররােচনার ফলে ঐ সমস্ত সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আত, সৃষ্টি হয়েছে।
সূত্র: কালান্তর, ২৪.১০.১৯৭১