নদীয়া সীমান্তে ২৫ জন পাক সৈন্য নিহত
কৃষ্ণনগর, ৩ নভেম্বর (ইউ এন আই)-ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম গেদে ও শিকারপুরে আজ সকালে কম করে ২৫ জন পাক সেনা নিহত হয়েছে।
সরকারী সূত্রে বলা হয়েছে যে, পূর্বাহ্নে পাক সেনারা ভারতীয় সীমান্ত রক্ষীদের উপর গুলি চালায়। বি এস এফ তখন পাল্টা গুলি বর্ষণ করে।
দুঙ্গি ও গেদে গ্রামের নিকটে একটি পাক-হেলিকপ্টার বেলা ১১-৩৫ মিঃ নাগাদ ভারতে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি বর্ষণ করে। হেলিকপ্টার যশাের জেলার ঝিনাই-এর দিকে ফিরে যায়। গত ৫ এপ্রিল থেকে নদীয়া জেলায় আকাশসীমা লঙ্নের এটি তৃতীয় ঘটনা।
সূত্র: কালান্তর, ৪.১১.১৯৭১