পাক বিমানের অনুপ্রবেশ
আজ বিকেলে দুটি পাকিস্তানী বিমান পশ্চিম দিক থেকে কাশ্মীর উপত্যাকায় অনুপ্রবেশ করে এবং শ্রীনগর বিমান বন্দরের উপর দিয়ে উড়ে যায়। র্যাডারে অনুপ্রবেশ ধরা পড়লে ভারতীয় বাহিনী গুলি ছোঁড়ে। কিন্তু কুয়াশার সুযােগ নিয়ে বিমান দু’টি পালিয়ে যেতে সমর্থ হয়।
পশ্চিম সীমান্তে পাক বাহিনীর সমরসজ্জা বৃদ্ধির পর এই নিয়ে পাঁচবার পাক বিমান আকাশ সীমান্ত লঙ্ঘন করে। এই ব্যাপারে পাকিস্তান সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানানাে হয়েছে বলে জানা গেছে।
আর এক সংবাদে জানা গেল, আজ একটা বাস স্ট্যাণ্ডে পাকিস্তানী চিহ্নিত একটি টাইম বােমা পাওয়া গিয়েছে।
নদীয়া সীমান্তে পাক গােলা
সরকারী মহলের সংবাদ উদ্ধৃত করে কৃষ্ণনগর থেকে ইউ এন আই জানাচ্ছেন যে, পাক বাহিনীর গােলাবর্ষণ অব্যাহত থাকায় সীমান্ত অঞ্চলে উত্তেজনা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
সূত্র: কালান্তর, ২.১১.১৯৭১