You dont have javascript enabled! Please enable it! 1971.11.20 | অন্তর্ঘাতকদের হাতে ত্রিপুরার আর একটি সেতু ধ্বংস | কালান্তর - সংগ্রামের নোটবুক

অন্তর্ঘাতকদের হাতে ত্রিপুরার আর একটি সেতু ধ্বংস
ইসলামপুর হাইস্কুলে পাক-বােমা

আগরতলা, ১৯ নভেম্বর (ইউ এন আই)-আজ সকালে পাকিস্তানী অন্তর্ঘাতকরা পশ্চিম ত্রিপুরার বেলচারা খােয়াহ রােডের উপর একটি সেতু উড়িয়ে দিয়েছে। সরকারী সূত্রে এ সংবাদ জানানাে হয়েছে।
বেলচারী সীমান্ত চৌকি থেকে দু কিলােমিটার ভিতরে অবস্থিত ৫০ ফুট লম্বা ঐ সেতুটির অর্ধেকটাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। | এই নিয়ে গত ২০ দিনে ঐ রাস্তায় পর পর ৩ টি সেতু পাক অন্তর্ঘাতকদের হাতে ধ্বংস হলাে। ঐ ঘটনার পর বেলচারা সীমান্ত চৌকির টহলদারী সৈন্যরা সকালে হাথাকাটা গ্রামের কাছে দুটি অ্যান্টিপার্সোনেল মাইন আবিষ্কার করে।
ইসলামপুরে পাকিস্তানী নাশকতামূলক কাজ পশ্চিম দিনাজপুরের ইসলামপুর হাইস্কুলে গতকাল রাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি বােমা বিস্ফোরিত হয়। সরকারী সূত্রে পাওয়া খবরে বলা হয়েছে, পাকিস্তানী নাশকতামূলক কাজ বলে এটিকে সন্দেহ করা হচ্ছে। পুলিস জোর করে আরও দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বােমা ঐ একই বিদ্যালয় থেকে উদ্ধার করে সামরিক বিশেষজ্ঞদের হ’তে দিয়েছে।
ইতিমধ্যে গতকাল থেকেই পাকিস্তানী সৈন্য হিলি অঞ্চলে গুলিবর্ষণ শুরু করেছে। তবে ভারতীয় সীমান্ত বাহিনী তার উপযুক্ত জবাব দিয়েছে। গুলি বিনিময় আজ পর্যন্ত চলেছে।

সূত্র: কালান্তর, ২০.১১.১৯৭১