শিয়ালকোটের কাছে তিন ডিভিসন পাক সেনা সমাবেশ
জম্মু, ৬ নভেম্বর (ইউ এন আই)-শিয়ালকোট ক্ষেত্রের উমরাবলী থেকে ছাউইন্দা পর্যন্ত সীমান্তের ওপারে পাকিস্তানি তিন ডিভিসন সশস্ত্র সৈন্য সমাবেশ করেছে। জানা গেল, এর মধ্যে মুলতান থেকে এক ডিভিসন সৈন্য সরিয়ে আনা হয়েছে। এলাকাটি জম্মুর রণবীর সিং তহসীলের অপর পার্শ্ব।
শিয়ালকোট অঞ্চলে নিউজিন্দর, বরাগরা প্রভৃতি গ্রামে একটি প্যাটন ট্যাঙ্ক ব্রিগেডও পাকিস্তান সমাবেশ করেছে। এছাড়া রাজশরপুল থেকে মহরাজকী গ্রাম পর্যন্ত ৫৫ মিটার উঁচু পাচিলও পাকিস্তান তৈরি করেছে।
স্মরণ থাকে যে, ১৯৬৫ সালে এই শিয়ালকোট অঞ্চলে আন্তর্জাতিক সীমানা অগ্রাহ্য করে পাক সৈন্য ভারতের মাটিতে ঢুকে পড়ে। কিন্তু ভারতীয় সৈন্যরা পরে পাল্টা আঘাতে পাকিস্তানের আলার স্টেশন পর্যন্ত দখল করে নেয়।
নদীয়ার গ্রামে পাক সেনার অনুপ্রবেশ
গতকাল কৃষ্ণনগরের কাছে সীমান্তের গ্রাম করিমপুরাতে ৫০ জন পাক সৈন্য ও ৭ জন রাজাকার ভারতীয় এলাকার মধ্যে ঢুকে পড়ে। রাখাল বালকদের সঙ্কেত পেয়েই সীমান্ত রক্ষীবাহিনী দ্রুত ঘটনাস্থলে গেলে দুপক্ষে গুলি বিনিময় হয় এবং পাকিস্তানীরা শেষ পর্যন্ত পালিয়ে যায়। কোন হতাহতের সংবাদ পাওয়া যায় নি।
সূত্র: কালান্তর, ৭.১১.১৯৭১