You dont have javascript enabled! Please enable it! 1971.11.05 | পাক-জঙ্গীচক্রের হুকুম তামিল করতে এসে ছ’জন যুবকের আত্মসমর্পণ | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাক-জঙ্গীচক্রের হুকুম তামিল করতে এসে
ছ’জন যুবকের আত্মসমর্পণ

কলকাতা, ৪ নভেম্বর (ইউ এন আই)-পাক-জঙ্গী চক্র ভারতবর্ষের অভ্যন্তরে নাশকতামূলক কাজ করার জন্য বাঙলাদেশের অভ্যন্তরে বেশকিছু যুবক সংগ্রহ করে তাদেরকে নাশকতামূলক কাজের শিক্ষা দিচ্ছে।
কলকাতায় সাংবাদিকদের কাছে ছয়জন যুবক আজ এই স্বীকারােক্তি করেন। এই ছয়জন যুবক গত কয়েকদিন আগে পাকিস্তানী মাইন এবং অন্যান্য অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চৌকিতে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এঁরা জানান যে, রাজশাহী জেলার একটি থানা থেকে পাক-জঙ্গীচক্র একশত আটত্রিশ জনকে এই নাশকতামূলক কাজে যােগ দেওয়ার জন্য নিয়ােগ করেছিল। এই একশত আটত্রিশ জনের মধ্যে ৫৫ জন ছিলেন মুসলিম লীগের সমর্থক।
এই ছয়জন জানান যে, জঙ্গীচক্র পরােয়ানা দিয়ে তাদের নিয়ােগ করেছিলেন।
সেপ্টেম্বর মাসে রাজসাহীতে দুই মাসের জন্য তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল। এই সময়ে তাঁদের পরিবারের সঙ্গেও কোনাে যােগাযােগ করতে দেওয়া হতাে না। উপরােক্ত ব্যক্তিগণ প্রত্যেকেই কৃষকের সন্তান এবং লেখাপড়া জানেন না। অবাঙালী অফিসারেরা এদের ট্রেনিং দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন।

সূত্র: কালান্তর, ৫.১১.১৯৭১