ভারত সীমান্তে পাকিস্তানী হামলা
নয়াদিল্লী, ৫ নভেম্বর-আজ এখানে এক সরকারী মুখপাত্র জানান যে, দুটি পাকিস্তানী জেট বােমারু বিমান গতকাল ভারতের আকাশসীমা লঙ্ন করেছে। আমাদের বিমান পাকিস্তানী বিমানটিকে তাড়া করলে তারা পালিয়ে যায়।
মুখপাত্রটি আরাে জানান যে, গত ১ নভেম্বর তিনজন পাকিস্তানী কচ্ছের রাণ অঞ্চলে অনুপ্রবেশ করে। আমাদের সীমান্ত রক্ষীবাহিনী গুলি ছুঁড়তে তারা পালিয়ে যায়।
গত ২ ও ৩ নভেম্বর ৬ জনের বেশি পাকস্তানী জম্মু কাশ্মীরের যুদ্ধ সীমারেখা অতিক্রম করে সেখানে অনুপ্রবেশ করে। কারগিল, টিটোয়াল, নউসেরা এবং মেধার অঞ্চলে গােলমাল ছড়িয়ে পড়ে। রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধিদের নিকট এ ব্যাপারে অভিযােগ করা হয়।
গত ৩ নভেম্বর পূর্ব সেক্টরে পাকিস্তানী বাহিনী ত্রিপুরার বেলােনিয়ায় ভারতীয় নাগরিকদের দিকে গুলি ছছাড়েন। আমাদের সেনাবাহিনী তার প্রত্যুত্তরে গুলি ছোঁড়েন।
পশ্চিমবংগের মুর্শিদাবাদ জেলায় গত ১ নভেম্বর পাকিস্তানী চরের পোঁতা মাইন বিস্ফোরণের ফলে একজন ভারতীয় আহত হয়।
সূত্র: কালান্তর, ৬.১১.১৯৭১